প্রকাশিত : ২ মে, ২০২০ ১৯:৪৪

বুড়িগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার
বুড়িগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস সংক্রমণের কারনে সমাজের বিভিন্ন পেশার মানুষেরা কর্মহীন হওয়ায় তারা তাদের পরিবারের সদস্যদের আহার জোগাড় করতে ব্যর্থ হয়ে পরেছে। এ সকল অসহায়, দুস্থ, কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বুড়িগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ। ১লা মে ২০২০ শুক্রবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বুড়িগঞ্জ এলাকার ১৪০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ইতিমধ্যে প্রথম পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে এলাকায় জীবাণু নাশক প্রয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানেটাইজার বিতরণ সহ ১২০টি কর্মহীন বাড়িতে খাদ্য সামগ্রী প্রদান করেছিলেন। বুড়িগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মেধাবী ছাত্র নেতা সাকিব-উল-আজাদ এর নেতৃত্বে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রনেতা জানান, ‘সারা বিশ্বব্যাপী আতংকিত মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনা’র হাত কে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ এর একজন ক্ষুদ্র সদস্য হিসেবে এ সকল মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখার প্রচেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ রকম কর্মকাণ্ডে মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ’।

উপরে