প্রকাশিত : ৩ মে, ২০২০ ২০:২৩

নন্দীগ্রামে ১০৪ জনের করোনার নমুনা সংগ্রহ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে ১০৪ জনের করোনার নমুনা সংগ্রহ

বগুড়ার নন্দীগ্রামে করোনা শনাক্তের জন্য ১০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জানাযায়, করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া শজিমেক হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৬৫ জনের ও নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালে ৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। নন্দীগ্রামে এর আগে এক জনের করোনা পজিটিভ আসলেও তিনি এখন সুস্থ রয়েছেন। নন্দীগ্রাম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন জানান, বিভিন্ন উপজেলা থেকে ১০৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। অপরদিকে গত রবিবার নির্বাহী অীফসারের কার্যালয়ে এক আলোচনা সভায় করোনায় মৃত ব্যাক্তিদের এলাকায় দাফন ও সৎকার করতে না দিলে পূর্ব কুচাইকুড়িতে কবরস্থান ও শশানের জায়গা নির্ধারন করা হয়েছে।

উপরে