প্রকাশিত : ৪ মে, ২০২০ ১৫:৩২

আত্রাইয়ে আনছার ও ভিডিপির মাঝে ত্রাণ বিতরণ

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি
আত্রাইয়ে আনছার ও ভিডিপির মাঝে ত্রাণ বিতরণ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আনছার ও ভিডিপি অফিসের উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া দুস্থ আনছার  ভিডিপি সদস্য/ সদস্যার মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে শারীরিক দুরুত্ব বজায় রেখে তিনশত আনছার ও ভিডিপি সদস্যের মাঝে চাল, ডাল, আলু , তেল, পেঁয়াজ,সাবান ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, আনছার- ভিডিপি অফিসার আমিনুল হক উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের  ইউএনও মো. ছানাউল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন বাহিনী স্বস্ব উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেহেতু করোনা সংকট শিথিল না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারছেন না। তাই সরকারকে এ দুর্যোগ মোকাবেলায় সমাজে বৃত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান তিনি।

 

উপরে