প্রকাশিত : ৭ মে, ২০২০ ১৪:৩১

পার্বতীপুরে প্রথম শনাক্ত করোনা রোগী মানিক শাহ করোনা মুক্ত

অনলাইন ডেস্ক
পার্বতীপুরে প্রথম শনাক্ত করোনা রোগী মানিক শাহ করোনা মুক্ত

দিনাজপুরের পার্বতীপুরে প্রথম শনাক্ত করোনা রোগি মানিক শাহ (২৫) করোনা মুক্ত হয়েছে৷ করোনা রোগ নিয়ে নিজ বাড়ীতে আইসোলেসনে থেকে চিকিৎসা নেওয়ার দীর্ঘ ১৭ দিন পর সে রোগ মুক্ত হয়৷ তাঁর বাড়ী পার্বতীপুর পৌরসভা এলাকার নামাপাড়া মহল্লায়। রোগ মুক্ত হবার পর তাঁকে গত ৫ মে মঙ্গলবার সকালে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ফুল দিয়ে বরন করা হয়। একই সময় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাঁকে করোনা মুক্ত ঘোষনা করে ছাড়পত্র ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়৷ এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মাফিসহ স্বাস্হ্য  কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্হিত ছিলেন৷

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মাফি বলেন, পার্বতীপুরে প্রথম  শনাক্ত করোনা রোগী মানিক শাহকে আইসোলেশনে রেখে চিকিৎসা করে করোনা মুক্ত করা হয়েছে৷

উপরে