প্রকাশিত : ৯ মে, ২০২০ ১৪:৪১

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেলেন পঞ্চগড়ের দুস্থ সাংস্কৃতিক কর্মীরা

পঞ্চগড় প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেলেন পঞ্চগড়ের দুস্থ সাংস্কৃতিক কর্মীরা

সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ভয়াল সংকটের দিনে সকল সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ । এ অবস্থায় বেকার হয়ে পড়েছে দরিদ্র সাংস্কৃতিক কর্মীরা।

পঞ্চগড়ের সঙ্গীত, নাটক, বাউল শিল্পীসহ নানা অঙ্গনের সাস্কৃতিক কর্মীরাও ভয়ানক খাদ্য সংকটে পড়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেলেন পঞ্চগড়ের দরিদ্র এবং দুস্থ শিল্পীরা।

শনিবার দুপরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রায় ৫০ জন শিল্পীর হাতে খাদ্য সামগ্রী এবং নগদ টাকা তুলে দেয়া হয়। প্রত্যেক শিল্পীর হাতে চাল, ডাল, আলু, তেলের প্যাকেট দেয়া হয়।

জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে উপহার সামগ্রী তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মো. আলাউদ্দিন, নির্বাহী মেজিষ্ট্রেট মেহেদী হাসান খান শাওন, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুন্নাহার সাকি, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম শহীদ প্রমুখ। করোনা সংকটের দুর্দিনে সরকারি সাহায্য পেয়ে খুশি শিল্পীরা।

উপরে