প্রকাশিত : ১০ মে, ২০২০ ১৪:১৫

বগুড়ায় ঢাকাফেরত ২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
বগুড়ায় ঢাকাফেরত ২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

বগুড়ায় ঢাকাফেরত দুই নারী পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৩৭ জন করোনা পজিটিভ হলেন।

শনিবার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, নওগাঁর বাসিন্দা এ দুই নারী কনস্টেবল ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। গত ২৭ এপ্রিল বদলি হয়ে বগুড়ায় আসেন। তাদের বগুড়া পুলিশলাইনসে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শরীর থেকে নমুনা সংগ্রহের পর বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শনিবার বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ৫৪ জনের মধ্যে দুজনের পজিটিভ, জয়পুরহাটের ১১৭ জনের সব নেগেটিভ এবং সিরাজগঞ্জের ১৭ জনের মধ্যে একজনের পজিটিভ আসে।

বগুড়ার পজিটিভ দুজন নারী পুলিশ কনস্টেবল। এ নিয়ে বগুড়া জেলায় ৩৭ জন করোনাভাইরাস আক্রান্ত হলেন। এর মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিট ও বাড়িতে ২৮ জন চিকিৎসাধীন।

তিনি আরও জানান, শনিবার নতুন করে ৪৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ২১৬ জনের। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন এক হাজার ১১৭ জন। এদিন নমুনা সংগ্রহ করা হয়েছে ১২২ জনের।

উপরে