প্রকাশিত : ১০ মে, ২০২০ ১৫:১৫

হিলিতে কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম

হিলি (দিনাজপুর)
হিলিতে কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম । এক সপ্তাহের ব্যবধানে কেজিতে আদা’ কমেছে ১শ টাকা, রসুনে ২০ টাকা ও পেঁয়াজে কমেছে ৮ টাকা। বাজারে আমদানি বাড়ার কারনে দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। আর দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

খুচরা ব্যবসায়ী সোহেল রানা বলেন, গেলো সপ্তাহে হিলি বাজারে আদা প্রতি কেজি বিক্রি হয়েছে ৩শ টাকা বর্তমানে ১শ টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে ২শ টাকা কেজি দরে। এদিকে ২০ টাকা কেজিতে কমে রসুন বিক্রি হচ্ছে ৯০ টাকা ও কেজিতে ৮ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ টাকায়।

একজন ক্রেতা জানান, করোনার প্রাদুর্ভাবে কাঁচা বাজারে সব জিনিসের দাম অনেকটাই কম আছে। তবে আদার দাম এতোটা বেশি হয়েছিলো তা সাধ্যের বাহিরে। সব্জি বাজারে আসলে সব ধরণের কাঁচা বাজার কিনেকে সমস্যা হতো না, আদার দাম শুনে মাথায় হাত উঠতো। আজ বাজারে আদার দাম শুনে অনেকটা স্বস্তি পাচ্ছি। এক সপ্তাহ ্আগে আদা কিনে ছিলাম ৩’শ টাকা, আজ সেই আদা ক্রয় করলাম ২’শ টাকা কেজি দরে।

হিলি বাজারের পাইকারী ব্যবসায়ী ফেরদৌস রহমান বলছেন, আদা ও রসুনের আমদানি বাজারে বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। টিসিবি ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি ঘোষণা দেওয়ায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

উপরে