প্রকাশিত : ১১ মে, ২০২০ ১৫:৩৫

নন্দীগ্রামে ৬ পুলিশ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে ৬ পুলিশ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

বগুড়ার নন্দীগ্রামে ৬ পুলিশকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ রোধে ১০ই মে তাদেরকে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও এ উপজেলায় ৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এ উপজেলার কেউ আর কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত নেই। সতর্কতামূলকভাবে ৬ পুলিশকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও ৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোভিড-১৯ করোনাভাইরাস থেকে রক্ষার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সে কারণেই নন্দীগ্রামে আক্রান্ত নেই।

 

উপরে