প্রকাশিত : ১২ মে, ২০২০ ১৫:১৭

বগুড়ায় পানিতে নেমে ধান কাটল ছাত্রলীগ

বগুড়ায় পানিতে নেমে ধান কাটল ছাত্রলীগ

বগুড়া সদর সাবগ্রাম উত্তর পাড়া প্রান্তিক কৃষক খালেক খন্দকারের ১বিঘা জমির ধান হাঁটু পানিতে নামে ধান কেটে দিলো বগুড়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের নেতৃত্বে এক ঝাক মেধাবী ছাত্রলীগের নেতাকর্মী সকাল ৯টায় জমিতে গিয়ে ধান কাটা শুরু করে, তারপর তারা ধান কেটে কৃষকের বাড়িতে ধান মারাই করে বস্তা বন্ধী করে কৃষকের ঘরে তুলে দেন।

ধান কাটেন বগুড়া জেলা ছাত্রলীগ নেতা সবুজ বিশ্বাস, শামীম আহম্মেদ, জিম, সজিব, সাওরিন, মনিন, আফাজ, সজিব, মেহেদী, নায়ন, মনির, রুমান, রিয়াদ প্রমূখ।

এই সময় বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি/ সাধারণ সম্পাদকের নিদেশে ৪হাজার পিস হেন্ডসেনিজাইটার নিজে তৈরি করে মানুষের মাঝে বিতরন করছি এবং কর্মীহীন মানুষের মাঝে খাদ্র সামাগ্রী বিতারন করছি তারি ধারাবাহিকতায় আমারা কৃষকের ধান কাটতে ধানের খেতে গিয়ে ধান কেটে দিলাম এই ধান কাটা আমাদের অব্যাহত থাকবে যে সকল কৃষক ধান না কাটতে পারবে তাদের পাশে থাকবো কথা দিলাম।

উপরে