প্রকাশিত : ১২ মে, ২০২০ ২০:২২

শিবগঞ্জের করোনায় আক্রান্ত রোগীর বাড়ীতে ইউএনও’র নির্দেশে খাদ্য সহায়তা প্রদান

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জের করোনায় আক্রান্ত রোগীর বাড়ীতে ইউএনও’র নির্দেশে খাদ্য সহায়তা প্রদান

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলমগীর কবীর এর নির্দেশে ১২ মে মঙ্গলবার করোনা আক্রান্ত রোগীর বাড়ীতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল ও কাঁচা বাজার পৌঁছে দিয়েছেন পিরব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল শফিক। সরকারি আর্থিক সহায়তায় পরিবার গুলোকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য বগুড়ার শিবগঞ্জ উপজেলা পিরব ইউনিয়নে ভাটরা ফকির পাড়া গ্রামের আব্দুল মান্নান এর ছেলে বোরহান কবির (২৫) ঢাকা নারায়ণঞ্জে একটি কোম্পানীর চাকুরি করেন।

তিনি গত ৭ মে বাড়িতে আসেন এবং ৯ মে বগুড়া শজিমেকে করোনা টেস্ট করান। টেস্টে করোনা পজেটিভ হওয়ায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌলী মন্ডল গত ১০ মে রাত ১০ টায় করোনা আক্রান্তর বাড়ি সহ আশেপাশের ৫টি বাড়ী লক ডাউন করে দেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর এর সাথে কথা বললে তিনি বলেন, বোরহান কবির করোনা আক্রান্ত হওয়ায় তার বাড়ি সহ আশেপাশের ৫টি বাড়ী লক ডাউন করা হয়েছে। লক ডাউন বাড়ীর পরিবারের সদস্যদের কে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী  সরবরাহ করা হয়েছে এবং সার্বক্ষনিক স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় সকল প্রকার সমস্যার খোঁজ খবর রাখা হচ্ছে।

উপরে