প্রকাশিত : ১২ মে, ২০২০ ২০:৩৩

করোনা দুর্যোগে বগুড়ায় এতিম শিশুদের পাশে দাঁড়ালেন সমাজসেবক পরিমল প্রসাদ

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
করোনা দুর্যোগে বগুড়ায় এতিম শিশুদের পাশে দাঁড়ালেন সমাজসেবক পরিমল প্রসাদ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে নিজের জন্মদিনে প্রতি বছরের ন্যায় বগুড়ায় এতিম শিশুদের জন্যে সপ্তাহব্যাপী খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেছেন মানবিক ব্যবসায়ী নেতা এবং বিশিষ্ট সমাজসেবক পরিমল প্রসাদ রাজ। মঙ্গলবার দুপুরে শহরের ফুলবাড়ি নুরুন্নাহার সামস্ উদ্দিন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় এতিম শিশু এবং মাদ্রাসার শিক্ষকমন্ডলীর মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখার সাথে সাথেই শুরু থেকে বগুড়ায় মাঠ পর্যায়ে কাজ করা মানবিক এই ব্যবসায়ী নেতা নিজে সনাতন ধর্মালম্বী হয়েও ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রতি বছর মাহে রমজানে এতিম ও অসহায় রোজাদার ব্যক্তিবর্গ কে খাদ্যসহায়তা প্রদান করে আসছেন বিগত কয়েক বছরের ধারাবাহিকতায়। স্বাস্থ্যবিধি মেনে এবং নিজেদের ডিসইনফেকটেড করার মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ এবং কোভিড-১৯ এর কড়াল থাবা থেকে দেশ ও দশের মুক্তি কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলে সুমি ডেন্টাল কেয়ারের পরিচালক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার ও যুব সংগঠক সঞ্জু রায়, বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিম পোদ্দার, ডেন্টিস্ট মোশারফ হোসেন, সমাজসেবক যথাক্রমে রাজিব আহম্মেদ, সাগর, সুদেব দাস এবং রিজু মোল্লা, সাংবাদিক সাখাওয়াত হোসেন জনি, জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সজল শেখ এবং সাদিক। এদিকে করোনা মোকাবেলায় নিজের পরিচালিত মানবিক কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে জার্নালবিডি২৪.কম প্রকাশক পরিমল প্রসাদ জানান, দেশের এই ক্রান্তিকালে প্রতিটি মানুষেরই উচিত নিজের যতটুকু আছে তা নিয়েই অসহায়দের পাশে দাঁড়ানো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিজের সামর্থ্য অনুযায়ী সকলের পাশে শেষ পর্যন্ত থাকবেন বলেও জানান এই ব্যবসায়ী নেতা।

উপরে