প্রকাশিত : ১৩ মে, ২০২০ ২১:২১

বগুড়ায় ৪ পুলিশ ও একই পরিবারের ৭ জনসহ ১১ জন করোনায় আক্রান্ত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ৪ পুলিশ ও একই পরিবারের ৭ জনসহ ১১ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় ৪ পুলিশ সদস্য ও একই পরিবারের ৭ জনসহ ১১ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫২ জন।একই পরিবারের সদস্যরা থেকে ফেরত এবং পুলিশ সদস্যরা বগুড়ায় কমরত ছিলেন। সকলে বাসা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজার রহসান তুহিন সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার রাতে জানান, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর মেশিনে পরীক্ষাকৃতদের মধ্য ১১ জনের পজিটিভ রিপোট হয়েছে। আক্রান্তদেরকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভতি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সকলের বাসস্থান লকডাউন করা হয়েছে। একই পরিবার শহরের জলেশ্বরীতলা এলাকায় বাসা।

উল্লেখ্য, ৮ মে তারিখে বগুড়ায়  একজন চিকিৎসক,পুলিশ সদস্যসহ ৫ জন নতুন করে করোনা ভা্ইরাসে আক্রান্ত হয়েছিলেন। এই পাঁচজনের মধ্যে চারজন ঢাকা ফেরত।  চিকিৎসক ও পুলিশের এএসআই ঢাকা ফেরত বগুড়ায় বেড়াতে এসেছেন।

উপরে