প্রকাশিত : ১৪ মে, ২০২০ ২০:১৪

বগুড়া দেলোয়ারা শেখ সরিফ উদ্দিন মাকের্টে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান

ষ্টাফ রিপোর্টার
বগুড়া দেলোয়ারা শেখ সরিফ উদ্দিন মাকের্টে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান

বৃহস্পতিবার বগুড়া দেলোয়ারা শেখ সরিফ উদ্দিন সুপার মাকের্টের সকল ব্যবসায়িকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হলো। করোনা ভাইরাসের প্রভাব থেকে ক্রেতা বিক্রেতাদের সুরক্ষায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মার্কেটের সমিতির পক্ষ থেকে এই আহবান জানানো হয়। এই মার্কেটের নিচতলা ও দ্বিতীয়তলাসহ সকল ব্যাবসায়িরা একত্র হয়ে এক সংক্ষিপ্ত বৈঠক করেন। ওই বৈঠক থেকে ক্রেতা বিক্রেতাদের সুরক্ষায় মার্কেটের সামনে হাত ধোয়ার জন্য বেসিন ও সাবান দেয়া হয়েছে। মার্কেটের সকল ব্যবসা প্রতিষ্ঠানে বা দোকানে নির্ধারিত দুরত্বে বিক্রেতা থাকা, মাস্ক, ব্যক্তিগত ভাইরাস প্রতিরোধমুলক পোষাক পড়াসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়। আর সরকারি স্বাস্থ্যবিধি না মানার জন্য কোন ব্যবসায়ির জরিমানা বা ক্ষতি হলে মার্কেটের কোন সমিতিই দায়ভার নেবে না। ঈদের সময় কেনাকাটার জন্য মার্কেটের সকল ব্যবসায়িকে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দেলোয়ারা শেখ সরিফ উদ্দিন সুপার মাকের্টের নিচতলা ব্যবসায়ি সমিতর সভাপতি ও জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন রানা। মতামত প্রদান করে বক্তব্য রাখেন মার্কেটের ২য় তলা ব্যবসায়ি সমিতির সভাপতি শাহ মোঃ সামসুজ্জোহা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিথুন, নিচতলা ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান রাজু, ব্যবসায়ি নেতা নুরুল ইসলাম, রাশেদ খন্দকার চপল, সাইদুর রহমান বাবু, আব্দুর রাজ্জাক পিন্টু, রুমন আহম্মেদ প্রমুখ।

উপরে