প্রকাশিত : ১৬ মে, ২০২০ ১৫:৩২

পোরশায় ১৮ দিনে করোনাভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন স্বামী স্ত্রী

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
পোরশায় ১৮ দিনে করোনাভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন স্বামী স্ত্রী

নওগাঁর পোরশায় ১৮ দিনে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তরিকুল ইসলাম ও তার স্ত্রী জাহানারা খাতুন

জানা গেছে , ঢাকায় একসাথে থাকতেন  তরিকুল ইসলাম ও তার স্ত্রী জাহানারা খাতুন | অফিস বন্ধ হয়ে যাওয়ায় গত তিন সপ্তাহ পূর্বে ঢাকা থেকে  শশুর বাড়ি  নওগাঁর পোরশা উপজেলার নিতপুর গ্রামে আসেন |
 
খবর পেয়ে  উপজেলা প্রশাসন স্ত্রী জাহানারা খাতুন স্বামী তরিকুল ইসলামের সংস্পর্শে থাকায় দু'জনকেই হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন এবং  তাদের রক্ত সংগ্রহ করে পরীক্ষা করান | পরীক্ষার রিপোর্টে স্বামী তরিকুল ইসলামের করোনাভাইরাস ধরা পড়ে |
 
 
এ সময় তরিকুল ইসলাম ও তার স্ত্রী আনোয়ারা খাতুনকে উপজেলার পোরশা সরকারি ডিগ্রি কলেজের অস্থায়ী প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয় | সেখানে তাদের ১৮ দিন রেখে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় | এরমধ্যে পর্যায়ক্রমে দুটি করোনা টেস্ট করানো হয় | পরীক্ষায় শরীরে এখন আর করোনাভাইরাস না পাওয়ায় তাদেরকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় |

 

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে করণা জয়ী তরিকুল ইসলাম ও তার সংস্পর্শে থাকা স্ত্রী আনোয়ারা খাতুন কে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় | এসময় তাদেরকে ফুল, নতুন জামা ও বিভিন্ন ধরনের ফলমূলসহ আগামী ১৪ দিনের খাবার দিয়ে বিদায় জানানো হয় |

এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ মাহবুব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম প্রমুখ |

উপরে