প্রকাশিত : ১৬ মে, ২০২০ ১৯:৩৯

শিবগঞ্জে বসত বাড়ীতে হামলা করে মটর সাইকেল ভাংচুর আহত ২

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে বসত বাড়ীতে হামলা করে মটর সাইকেল ভাংচুর আহত ২

বগুার শিবগঞ্জ শিবগঞ্জে বসত বাড়ীতে হামলা করে জায়গা দখল করে  জোর পূর্বক ভাবে বাড়ী নির্মানের চেষ্টা মটর সাইকেল ভাংচুর আহত ২,এ ঘটনায় থানায় অভিযোগ।

জানা যায়, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে বিল্ডিং বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। কিন্তু হঠাৎ করে একই গ্রামের নিজাম উদ্দিন গং জোর পূর্বক ভাবে ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে আমজাদ হোসেনের বিল্ডিংয়ের পিলার ভেঙ্গে বাড়ী নির্মাণের চেষ্টার সময় আমজদ গং বাঁধা দিলে তাদেরকে এলোপাথী ভাবে মারপিট করে। এসময় জামাই শ্বশুরকে মারপিটের থেকে রক্ষা করতে গেলে জামাই সেলিমের উপর চড়া হয়ে তার মটর সাইকেল ভাংচুর করে নিজাম উদ্দিন গং নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।  বিষয়টি নিয়ে আমজাদ হোসেন সাথে কথা বললে তিনি বলেন, আমি ও আমার স্ত্রী বিল্ডিং বাড়ীতে থাকি, ছেলে-মেয়ে সবাই ঢাকাই থাকে। ওরা হঠাৎ করে না বলেই আমার বিল্ডিং বাড়ীর পিলার কেটে নিজাম গং বাড়ী নির্মাণের চেষ্টা করে। আমি বাঁধা দিতে গেলে ওরা আমাকে ও আমার স্ত্রীকে মারধর করেছে এবং স্ত্রীর গলায় থাকা ১টি স্বর্ণ চেইন ছিনিয়ে নিয়েছে। এ বিষয়ে আমার মেয়ে আম্বিয়া খাতুন থানায় একটি অভিযোগ করেছে। এর আগেই ঘটনাটির বিষয়ে আমার ইউনিয়নের চেয়ারম্যান বর্তমান উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছিল। পরে তার কথা তোওয়াক্কা না করেও জোরপূর্বক ভাবে কয়েক মাস ধরে বাড়ী নির্মাণের চেষ্টা করছে। কিন্তু হঠাৎ করে গত শুক্রবার ওয়াল ভাঙ্গার শব্দ শুনে বাড়ী বাইরে এসে দেখি ওরা আমার পিলারের ওয়াল ভাঙছে। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

উপরে