প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৫:০০

পার্বতীপুরে তেলবাহী ট্রেনের ইঞ্জিন থেকে তেল পাচার, চালকসহ গ্রেপ্তার ৩

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে তেলবাহী ট্রেনের ইঞ্জিন থেকে তেল পাচার, চালকসহ গ্রেপ্তার ৩

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের অদুরে হলদীবাড়ী রেলওয়ে গেট সংলগ্ন এলাকার দক্ষিন পাশ থেকে রেলওয়ের একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন (ইঞ্জিন নং ৬৩১২) থেকে ডিজেল তেল পাচারকালে ৩ টি প্লাষ্টিকের বস্তায় ভরা ২১০ লিটার ডিজেল তেলসহ চালক ও সহকারী চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরপত্তা বাহিনী (আরএনবি)।

রবিবার বিকেলে ডিজেল তেলসহ প্রেপ্তারকৃতদের আজ সোমবার সকালে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে৷

জানা গেছে, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে রেলওয়ের তেলবাহী একটি ট্রেন খুলনা থেকে পার্বতীপুর রেলওয়ে জংশনে এসে ঢোকার প্রাক্কালে এক পর্যায়ে ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনের অদুরে হলদিবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনের ইঞ্জিন থেকে তেল পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার নেতৃত্বে বাহিনীর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে প্লাষ্টিকের বস্তায় ভরা ২১০ লিটার ডিজেল তেলসহ রেলওয়ের ইঞ্জিন চালক (এলএম) সেলিম (৪৫), সহকারী ইঞ্জিন চালক (এএলএম) উজ্জল হোসেন (৩০) এবং তেল ক্রয় চোরাকারবারী হাসান আলীকে (৩০) কে গ্রেপ্তার করে৷ এই অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর সার্কেলের চীফ ইন্সপেক্টর মোঃ এমদাদুল হক ও একই বাহিনীর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোঃ নুরন্নবী৷

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিআই এমদাদুল হক জানান, তেল পাচারের বিষয়টি জানতে পেরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর নুরুন্নবীসহ অভিযান চালিয়ে ২১০ লিটার ডিজেল তেলসহ পাচারকারীদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে৷

একটি নির্ভরশীল সূত্র থেকে জানা গেছে, ঘটনাটি তদন্তের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

উপরে