প্রকাশিত : ১৯ মে, ২০২০ ১৪:২৯

সিরাজগঞ্জে তেলবাহী ট্রাকে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে তেলবাহী ট্রাকে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় তেলবোঝাই একটি ট্রাক খাদে পড়ে কেবিনে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

আজ মঙ্গলবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কে রায়গঞ্জ উপজেলার নলকা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত আবু সাইদের ছেলে আলী আকবর (২৮), তার স্ত্রী নুরজাহান বেগম (২০) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)। করোনাভাইরাস পরিস্থিতির কারণে গণপরিবহন বন্ধ থাকায় তেলবাহী ট্রাকে বাড়ি ফিরছিলেন তারা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী সয়াবিন তেলের ড্রাম বোঝাই একটি ট্রাকের কেবিনে যাত্রী পরিবহন করা হচ্ছিল। ট্রাকটি নলকা সেতুর পশ্চিমপাড়ে আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে একজনের মরদেহ এবং আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি তিনজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপরে