প্রকাশিত : ১৯ মে, ২০২০ ২০:০৩

করোনার ঝাপটায় তছনছ হয়ে যাওয়া হিসাব বিজ্ঞানের পন্ডিত ভোলানাথের জীবন কথা

ষ্টাফ রিপোর্টার
করোনার ঝাপটায় তছনছ হয়ে যাওয়া হিসাব বিজ্ঞানের পন্ডিত ভোলানাথের জীবন কথা

ভোলানাথ স্যার! বগুড়া শহরের শিক্ষানুরাগী অভিভাবক আর মেধাবী ছাত্র - ছাত্রীদের কাছে এক নামে পরিচিত। এ শহরের প্রতিটি মহল্লা ও অলিগলি তার চেনা। তার চেনা জানার পরিধি অনেক দূর দিয়ে বিস্তৃত। দেশে যেমন বিদেশেও অনেক বড় বড় পদে আছেন তার ছাত্র। এ শহরের অনেক স্বনামধন্য পরিবারেও পরিচিত এ মানুষটি। একটানা ৩০ বছর গৃহ শিক্ষকতার পেশায় থাকা ভোলানাথ পালের সংসার জীবনে টানাপোড়েন থাকলেও অসুখী ছিলেন না তিনি। কিন্তু করোনা মহামারীর এই দুঃসময়ে সামাজিক দুরত্বের বিধি নিষেধে গৃহ শিক্ষকতার পেশার এই মানুষ বেকার হয়ে পড়েছেন। সাথে সাথে অভাব-অনটনও চেপে বসেছে তাঁর পরিবারে। আর সময়টা তাঁর জন্য বৈরী বলে উপায়হীন এই মানুষটি দুটো পয়সার জন্য সবজির দোকান নিয়ে বসেছেন বগুড়া শহরের কালিতলা হাটে। সকাল থেকে দুপুর পর্যন্ত সবজির দোকানদারি করেন ভোলানাথ পাল।

তাকে সহয্োিগতা করছেন তার ছোট ছেলে অলোক পাল। বগুড়া শহরের হাজারো ছাত্র-ছাত্রীর কাছে তিনি হিসাব বিজ্ঞানের পন্ডিত বলে পরিচিত। অন্যের জীবনের হিসাব মিলিয়ে দিতে পারলেও নিজের জীবনের হিসাব মিলাতে পারেননি বলে সত্তরোর্দ্ধ বয়সের এই মানুষের কষ্ট যেনো তার পিছু ছাড়ছেনা। করোনা পরিস্থিতিতে, ‘সকাল বেলা আমির’রে ভাই, ফকির সন্ধ্যা বেলা’ বিখ্যাত এক গানের এই কথার সাথে মিলছে যেনো ভোলা নাথের জীবন।  জীবন চলার পথে ভাগ্য তাঁকে বারবার বিড়ম্বনায় ফেলেছে। ১৯৮২ সালে একটি ঔষুধ কোম্পানির বগুড়া অঞ্চলের ডিপো ম্যানেজার হিসেবে বিকম পাশ ভোলানাথ পালের কর্মজীবন শুরু হয়। ১৯৯১ সালে কোম্পানিটি বন্ধ হলে চাকরি হারানোর ধাক্কা লাগে ভোলানাথের জীবনে। কিন্তু চাকরি হারালেও চট্টগ্রাম জেলার লৌহগড়া উপজেলার আদুনগর পালপাড়া গ্রামের ভোলানাথ ও তাঁর পরিবার বগুড়ার মায়ায় জড়িয়ে পড়েন। তখন তিনি নতুন কোনো চাকরির খোঁজ না করে বগুড়ায় গৃহশিক্ষকতার স্বাধীন পেশা বেছে নেন। সেই থেকে ভোলানাথের এই পেশায় পথচলা। বগুড়া শহরের ধনী-গরিব শতশত পরিবারের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের হিসাব বিজ্ঞানের পাঠ দান কেটে গেছে তাঁর ৩০টি বছর। জীবন সন্ধিক্ষণের বাঁকে পৌঁছে ভাগ্য আবার তাঁর বৈরী হয়ে বসেছে। করোনার ঝাপটায় আর সামাজিক দূরত্বের বিধি-নিষেধে বন্ধ হয়ে গেছে ভোলা নাথের ছাত্রদের গৃহের দরজা। গণিতে মাস্টার্স করা পুত্র অলকের হাতে যে ক’জন ছাত্র ছিল তারাও বন্ধ করে দিয়েছে পড়া। এইভাবে ভোলানাথের পরিবারের আয়ের পথ আজ বন্ধ। অভিবাসীর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমেরিকার ডালাস প্রবাসী ভোলানাথের বড় ছেলে পুলক তার পরিবার নিয়ে বহু কষ্টে ও বিড়ম্বনার মধ্যে জীবন-যাপন করছে। সেই দিক থেকে সাহায্যের আশাও নেই। এ দিকে দুই মাসের ঘর ভাড়াও বাঁকি, সাথে আছে বিদ্যুৎ বিল। কাটনারপাড়া, হাড়িপাড়া লেনে হাফিজ মঞ্জিলে ভোলানাথ পাল তার পরিবার নিয়ে ভাড়ায় থাকেন। কিছু একটা না করলে সামনের দিন গুলো সামাল দেওয়া কঠিন হবে। তাই বসে না থেকে কিছু একটা করার চিন্তা নিয়ে জীবন সংগ্রামে হার না মানা ভোলানাথ তার হাতের সামান্য কটি টাকা দিয়ে শুরু করেছেন সবজির দোকানদারি। কিন্তু সামান্য টাকার এই দোকানদারি করে পরিবারের ভরণপোষণ হবে কিনা? এই প্রশ্নে জবাব না দিয়ে ভোলানাথ অসহায়ের মতো শুধু চেয়ে থাকেন ! করোনার বৈরী পরিস্থিতিতে কর্মহীন মানুষের তালিকায় কতজনের নাম উঠছে, গৃহ শিক্ষকতার পেশার কর্মহীন অসহায় মানুষরা অবশ্যই সাহায্য পাবার তালিকাভূক্ত হবার দাবী রাখেন। ত্রান বিতরণ অনুষ্ঠানে যেতে না পাড়া মানুষদের একজন ভোলা নাথ ও তার পরিবার। তাই বলে কী তারা মানবিক সহায়তা থেকে বঞ্চিত হবেন ?

উপরে