প্রকাশিত : ২৬ মে, ২০২০ ১৬:৪৫

নারায়ণগঞ্জে নতুন করে আরও ১৪৫ জনের করোনা শনাক্ত

প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জে নতুন করে আরও ১৪৫ জনের করোনা শনাক্ত

সংক্রমণের অতি ঝুঁকিপূর্ণ জেলা নারায়ণগঞ্জে নতুন করে আরও ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭০। করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৭২ জনের। আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন ৬৯৪ জন।জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৭০–এ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় সংক্রমিত তিন রোগীর দুজন নারায়ণগঞ্জের। ৩০ মার্চ করোনায় সংক্রমিত হয়ে এক নারীর মৃত্যু হয়। গত ৭ এপ্রিল করোনা সংক্রমণের জন্য নারায়ণগঞ্জকে অতিঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করে আইইডিসিআর। ৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করে সরকার। করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে জেলা প্রশাসনের এক কর্মচারীসহ ৭২ জনের।

উপরে