প্রকাশিত : ১ জুন, ২০২০ ১৬:৩৮

২ চালানে হিলি বন্দরে ভারত থেকে আসলো পেয়াঁজ

হিলি (দিনাজপুর)
২ চালানে হিলি বন্দরে ভারত থেকে আসলো পেয়াঁজ

করোনা মহামারীর কারনে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর  অবশেষে ভারত থেকে হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে রেল পথে। গত বৃহস্পতিবার রেল যোগে ভারত থেকে পেঁয়াজের প্রথম চালান আসে এই বন্দরে।

আজ ১৭শ মেট্রিক টনের আরো একটি পেঁয়াজের চালান এসেছে এই বন্দরে।পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলে দেশের বাজারে পেঁয়াজের দাম ক্রেতার নাগালে থাকবে বলছেন ব্যবসায়ীরা।

আজ সোমবার সকালে ভারতের নাসিক থেকে ১৭শ মেট্রিক টন পেঁয়াজের দ্বিতীয় চালানটি নিয়ে দর্শনা রেলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে ভারতীয় একটি মালবাহী ট্রেন হিলি রেল স্টেশনে আসে।

দুপুর থেকে দ্রুতগতিতে শুরু হয় খালাস কার্যক্রম।  এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে আমদানীকৃত ভারতীয় পেঁয়াজ। আর এতে করে কমে আসছে পেঁয়াজের দাম।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানীকারক সাইফুল ইসলাম জানান, করোনা পরিস্থিতির কারণে দেশে পেঁয়াজের সংকট দেখা দেয় এবং বাজারে দাম বাড়তে থাকে। এ অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানীর জন্য এলসি করা হয়। এরপর নাসিক থেকে দর্শনা হয়ে ২য় চালানে ৪২টি বগিতে ১৭শত মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

উপরে