প্রকাশিত : ১ জুন, ২০২০ ২১:০৯

ফরিদপুরে কারোনাভাইরাস আক্রান্ত কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
ফরিদপুরে কারোনাভাইরাস আক্রান্ত কৃষকের মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক কৃষক মারা গেছেন; এনিয়ে জেলায় সাত জনের মৃত্যু হল।সোমবার দুপুরে মৃতের বাড়ি সংলগ্ন পারিবারিক কবরাস্থানে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়েছে।সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের এক গ্রামের বাসিন্দা প্রয়াত ৩০ বছর বয়সী ব্যক্তি কৃষিকাজ করতেন এবং বাড়িতেই থাকতেন। তার শরীরে কিভাবে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে তার কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি।

উপসর্গ দেখা দিলে গত শনিবার তিনি পাশের ভাঙ্গা উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরদিন ফরিদপুরের ল্যাবে এ নমুনা পরীক্ষা করে তার করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন বলে জানান তিনি।সাত বছর বয়সী এক মেয়ে এবং চার মাসের সন্তান সম্ভাবা স্ত্রীকে রেখে গেছেন তিনি।সদরপুরের এই কৃষকসহ ফরিদপুরে এ পর্যন্ত সাতজন কোভিট-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত অন্যদের মধ্যে ফরিদপুর সদর, বোয়ালমারী ও ভাঙ্গায় তিন মুক্তিযোদ্ধা, ভাঙ্গায় এক ব্যাবসায়ী, বোয়ালমারীতে ঢাকার বেসরকারি এক প্রতিষ্ঠানের কর্মী এবং আলফাডাঙ্গায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রয়েছেন।

উপরে