প্রকাশিত : ৩ জুন, ২০২০ ১৫:৩৪

কাহালুর পাইকড় ইউপির উন্মুক্ত বাজেট ঘোষনা

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুর পাইকড় ইউপির উন্মুক্ত বাজেট ঘোষনা

বুধবার বগুড়ার কাহালু পাইকড় ইউনিয়ন পরিষদের ২০২০-২১ইং অর্থ বছরের ১ কোটি ৪২ হাজার ৮ শত ২৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।

উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালুর পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউ পি চেয়ারম্যান মো. মিটু চৌধুরী।

উক্ত উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।

উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিচালন ও উন্নয়ন কর্মকর্তা ফারজানা পারভীন, পাইকড় ইউ পি সচিব মো. তাজুল ইসলাম, পাইকড় ইউ পি সদস্য জাকিয়া সুলতানা মিষ্টি, আঞ্জুয়ারা বেগম, শেফালী আকতার, হাফিজার রহমান বোস্তামী, আলীনুর আহসান পাপ্পু, ছোলাইমান আলী, ওমর আলী, আজমল হোসেন, সৈয়দ আলী, খোরশেদ আলম, মোসলে উদ্দিন, সারোয়ার কাজী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি  ৪২ হাজার ৮শত ২৬ টাকা, মোট ব্যয় ৯৬ লক্ষ ৪২ হাজার ৮শত ২৬ টাকা এবং উদ্বৃত্ত ৪ লক্ষ টাকা। 

উপরে