প্রকাশিত : ৩ জুন, ২০২০ ২০:৩১

নদীতে গোসল করতে গিয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নদীতে গোসল করতে গিয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রের মৃত্যু

শখের ইংরেজি বিষয়ে পড়াশুনা শেষ করতে পারলো না ইংরেজি বিষয় নিয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থী আব্দুর রাজ্জাক লিমন (২১)। তার আগেই তার জীবন থেমে গেল। আজ বুধবার নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো বাড়ীতে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীর সাইফুন নামক স্থানে।

জানা গেছে, বুধবার মুশরুত পানিয়াল পুকুর এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাবুল হোসেনের একমাত্র অনার্স পড়ুয়া ছেলে আব্দুর রাজ্জাক লিমন (২১) চাড়ালকাটা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তার সাথে থাকা অন্যজন সাতার কেটে উপরে আসতে পারলেও সে আসতে পারেনি। খবর পেয়ে এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপী নদীতে চেষ্টা চালিয়ে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক বলেন, সেনা সদস্য বাবুল হোসেনের একটিই ছেলে। সে ঢাকা তেজগাও কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। সে অনেক মেধাবী ছাত্র ছিল। এছাড়া সে ক্রিকেট ভাল খেলতো।কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপরে