প্রকাশিত : ৩ জুন, ২০২০ ২০:৪৩

কুমিল্লায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৬৩

অনলাইন ডেস্ক
কুমিল্লায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৬৩

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬৩ জনে। 

জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
 জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত মোট ১০ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ৯ হাজার ১৭০ জনের রিপোর্ট আসে। রিপোর্টের মধ্যে ১ হাজার ১৬৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। 

আক্রান্ত ৬৭ জনের মধ্যে কুমিল্লা মহানগরীতে ৪৮ জন, চৌদ্দগ্রামে ১, লাকসামে ৭, আদর্শ সদরে ৪, বুড়িচংয়ের সিএমএইচে ২, সদর দক্ষিণে ১ এবং লালমাইয়ের ৪ জন রয়েছেন।বুধবার আদর্শ সদরে একজন ও লালমাই উপজেলায় একজন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় সুস্থ হয়েছেন ১৫৯ জনে। একই দিন নগরীর শাসন গাছায় একজন, বজ্রপুরে একজন এবং নাঙ্গলকোটে একজনসহ ৩ জন মারা যায়। এই নিয়ে জেলায় মোট মারা গেছেন ৩৫ জন।

উপরে