প্রকাশিত : ৫ জুন, ২০২০ ১৪:৩৯

শাজাহাপুর উপজেলা চেয়ারম্যান ছান্নু করোনার সংকটে শিক্ষা বিস্তারে ব্যতিক্রমি উদ্যোগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহাপুর উপজেলা চেয়ারম্যান ছান্নু করোনার সংকটে শিক্ষা  বিস্তারে ব্যতিক্রমি উদ্যোগ

করোনা দুর্যোগের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি ক্ষতিগ্রস্তের সহযোগিতার পাশাপাশি শিক্ষা বিস্তারে ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করেছেন শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নু।

স্কুল বন্ধ থাকা অবস্থায় শিশুদের যেন লেখাপড়ার ক্ষতি না হয়, সেজন্য শিশুদের খাতা-পেন্সিল উপহার ও নিজের উদ্যোগে প্রশ্নপত্র বানিয়ে অভিভাবকদের  বাড়িতে পৌঁছে দিচ্ছেন।অভিভাবগণ যেন তারা বাড়িতেই বাচ্চাদের পড়ালেখার মূল্যায়ন করতে পারেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার  মানিকদিপা তালপুকুর ও মাঝিড়া এলাকার ৫০০শত শিশুকে খাতা পেন্সিল ও চিপ বিতারণ করেন উপজেলা চেয়ারম্যান। পাশাপাশি তিনি অভিভাবকদের কাছে বিষয় ভিত্তিক প্রশ্নগুলো সরবরাহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুুুুবলীগের নেতা ইমাম হোসেন,আক্তারুজ্জামান তুষার প্রমুখ। 

শিশুদের ঝরে পড়া ঠেকাতে প্রায়শই বিভিন্ন উদ্যোগ নেন এই উপজেলা চেয়ারম্যান। করোনা পরিস্থিতিতে যেন কোন শিক্ষার্থী ঝরে না পড়ে সেজন্য তিনি সচেষ্ট আছেন বলে জানিয়েছেন।

উপরে