প্রকাশিত : ৬ জুন, ২০২০ ১৬:৪০

সাপাহারে শুরু হয়েছে আম বেচা কেনা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে শুরু হয়েছে আম বেচা কেনা

নওগাঁর সাপাহারে শুরু হয়েছে আম বেচা কেনা,খুলেছে আমের আড়ত, এসেছে পাইকারী ব্যাবসায়ী,ফলে কিছুটা স্বস্তি ফিরেছে বাগান মালিক ও ব্যাবসায়ীদের মাঝে। তবে শুরুতেই ভাবাচ্ছে বাগান মালিকদের, আমের বাজার দর কম থাকায়। চলছে আম সংগ্রহের কাজ শুরুতেই গুটি,গোপাল ভোগ ও হিম সাগর জাতের আম বাজারে আসছে।

টানা লকডাউনের কারনে গাছে আম নিয়ে হতাশায় ভোগছিলেন বাগান মালিকরা, পরিশেষে অপেক্ষার দিন শেষ, আম বেচা কেনা শুরু। এরি মধ্যে পরিবহন নিয়ে কেটেছে দুসচিন্তা। প্রশাসনের সহযোগিতায় দেশের নানা প্রান্ত থেকে আসছেন পাইকারী ব্যাবসায়ী। আড়ত গুলোতে শুরু হয়েছে আম বেচা কেনা। তবে আম বিক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবারে আমের দাম অনেকটা কম,অপরদিকে ব্যাবসায়ীরা বলছেন এক সপ্তাহের মধ্যে শুরু হবে বেচা-কেনা তখন বাজার দর ফিরে আসবে স্বাভাবিক অবস্তায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় এবারে এই উপজেলায় আম উৎপাদন লক্ষমাত্রা ৭৫ হাজার মেট্রিকটন।

উপরে