প্রকাশিত : ৭ জুন, ২০২০ ২০:৩৯

শেরপুরে প্রথম শনাক্ত হওয়া যুবকসহ পাঁচ ব্যক্তির করোনা জয়

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে প্রথম শনাক্ত হওয়া যুবকসহ পাঁচ ব্যক্তির করোনা জয়

বগুড়ার শেরপুরে প্রথম করোনা শনাক্ত হওয়া যুবকসহ পাঁচ ব্যক্তি করোনাকে জয় করেছেন। প্রাণঘাতী এই রোগ থেকে সুস্থ হয়ে উঠা ওইসব ব্যক্তিদের আজ রোববার (০৭ জুন) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে থেকে ছাড়পত্র দেয়া হয়। করোনা জয়ীরা হলেন- শেরপুর পৌরশহরে হাসপাতাল রোডের ওষুধ ব্যবসায়ী রাশেদুল ইসলাম সরকার (৩৮), একই এলাকার একটি বেসরকারি কিনিকের পরিচালক শেখ ফরিদ উদ্দিন বাবু (৩৫), উপজেলার খামারকান্দি ইউনিয়নের মাগুড়ারতাইড় গ্রামের  মোশাররফ হোসেন (৩৮), সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের  মো. শামসুল হক (৪৬) এবং প্রথম করোনা রোগে আক্রান্ত হওয়া তাড়াশ উপজেলার মো রাসেল আহম্মেদ (২৫)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদের এই তথ্য নিশ্চিত করে জানান, গত ১২ মে এই উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। স্থানীয় একটি বেসরকারি কিনিকের ল্যাব টেকনিশিয়ান রাসেল আহমেদ প্রচণ্ড জ্বর নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। এরপর গত ১৯ ও ২০ মে বাকি চারজনের পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ শনাক্ত হন। তবে তাদের শরীরে করোনার তেমন কোন উপসর্গ না থাকায় নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়। পরবর্তীতে গত শনিবার তাদের নমুনা আবারও পরীার জন্য পাঠানো হলে রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই করোনা জয়ী ওইসব ব্যক্তিদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান। উল্লেখ্য, এই উপজেলায় আজ রোববার (৭জুন) পর্যন্ত মোট ৪২জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

উপরে