প্রকাশিত : ৭ জুন, ২০২০ ২০:৪২

শিবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে ১২ কোটি টাকার বাজেট ঘোষণা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে ১২ কোটি টাকার বাজেট ঘোষণা

দেশে করোনা ভাইরাস এর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে ২০২০-২০২১ সালের অর্থ বছরে প্রায় ১২ কৌটি টাকা উন্মুক্ত বাজেট স্ব স্ব ইউনিয়ন পরিষদে ঘোষণা করেছেন। এ ক্ষেত্রে উপজেলার রায়নগর  ইউনিয়নে ২০২০-২১ অর্থ বছরে ১ কৌটি ৫৭ লক্ষ ১০ হাজার ১৪৫ টাকা বাজেট গত ১৪ মে ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব রাসেল খান সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। পিরব ইউনিয়নে  ৩১ মে ২০২০-২১ অর্থ বছরে ১ কৌটি ৬০ লক্ষ ৯০ হাজার ৬২৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব খায়রুল আনাম সহ ইউপি সদস্যবৃৃন্দ। শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩০ মে ২০২০-২১ অর্থ বছরে ১ কৌটি, ৮৩ লক্ষ ৭০ হাজার ৫শত টাকা বাজেট পেশ করেন অত্র ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব হেলাল উদ্দিন সহ ইউপি সদস্যবৃন্দ। মোকামতলা ইউনিয়ন পরিষদে ২৮ মে ২০২০-২১ অর্থ বছরে ১ কোটি ৭২ লক্ষ ৪শ ৭৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান মোকলেছার রহমান। এসময় উপস্থিত ইউপি সচিব হেলাল হাফিজ সহ ইউপি সদস্যবৃন্দ। দেউলী ইউনিয়ন পরিষদে ৩০ মে ২০২০-২১ অর্থ বছরে ১ কৌটি ৫ লক্ষ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই প্রধান এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এসময়  উপস্থিত ছিলেন ইউপি সচিব জহুরুল ইসলাম সহ ইউপি সদস্যবৃন্দ। আটমূল ইউনিয়নে ১৪ মে ২০২০-২১ অর্থ বছরে ১ কৌটি ৪৫ লক্ষ ২৫ হাজার ৮ শত ৯০ টাকা বাজেট ঘোষণা করেন অত্র ইউপি চেয়ারম্যান মোজাফফ্র হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শহিদুল ইসলাম শিমুল, মাঝিহট্ট ইউনিয়নের ৩০ মে ২০২০-২১ অর্থ বছরে ১ কৌটি ২৬ লক্ষ ৬৫ হাজার ২শত ৮ টাকার বাজেট ঘোষণা করেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হ্যানজেলার রহমান, এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহা আলম সহ ইউপি সদস্যবৃন্দ। বিহার ইউনিয়ন পরিষদে ৩০ মে ২০২০-২১ অর্থ বছরের জন্য ১ কোটি ৯লক্ষ ৫৬ হাজার ৮১০ টাকার উন্মুক্ত বাজেট পেশ করেন পরিষদের চেয়ারম্যা মহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আজম খান ও ইউপি সদস্যবৃন্দ। সৈয়দ ইউনিয়ন পরিষদে ৩০ মে ২০২০-২১ অর্থ বছরের জন্য ১ কোটি ১ লক্ষ ৮৫ হাজার ৫৫২ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মামুনুর রশিদ ও ইউপি সদস্যবৃন্দ।

উপরে