প্রকাশিত : ৭ জুন, ২০২০ ২০:৪৫

রাণীনগরে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল নিয়ে মারামারির তদন্ত শুরু

ষ্টাফ রিপোর্টার
রাণীনগরে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল নিয়ে মারামারির তদন্ত শুরু

রাণীনগরে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল নিয়ে মারামারি হেডিং বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ১০ টাকা কেজির চাল নিয়ে ডিলারের সাথে মারপিটে আহতর ঘটনায় তদন্ত শুরু হয়েছে । তদন্তকারী দলের প্রধান নওগাঁ জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াশীমুল বারী রবিবার দুপুরে ঘটনাস্থল উপজেলার দণি রাজাপুর গ্রামে পরিদর্শন শেষে খাদ্যবান্ধব কর্মসূরি প্রায় ৬০ কেজি চাল জব্দ করে। তদন্তের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-মামুন, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এন আবু সুফিয়ান, গুদাম কর্মকর্তা শরিফুল ইসলাম,

জানা গেছে, রাণীনগর সদর খট্রেশ্বর ইউনিয়নের হত-দরিদ্রদের জন্য সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি চালের ডিলার এসএম শরিফ উদ্দীন গত ৩১ মে এলাকার বেশ কিছু সুবিধা ভূগী কার্ডধারীদের নিকট চাল বিতরণ করেন। এসময় উপজেলা সদরের দনি রাজাপুর গ্রামের কার্ডধারী আশরাফুল ইসলাম মিঠু ও তার ছোট ভাই আব্দুর রউফ রতনকে দুই কার্ডে বিপরিতে ৬০ কেজি চালের স্থলে ডিলার শরিফ রহস্যজনক কারণে ৫মন চাল দেয়। এর পর থেকে অতিরিক্ত প্রতি কেজি চালের দাম ৩০ টাকা হিসেবে নিবেন এমনটি জানালে মিঠু ও রতন ১০ টাকা কেজি দিতে চান। কিন্তু ডিলার শরিফ উদ্দীনকে ৩০ টাকা কেজি না দিলে চাল ফেরৎ নিবেন জানালে উভয় পরে মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকালে দনি রাজাপুর মোড়ে উভয় পরে মধ্যে মারামারির ঘটনায় পাঁচ জন আহত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধা ভূগীদের সাথে চাল নিয়ে দণি রাজাপুর গ্রামের মারপিটের ঘটনায় ৫জন আহত হয়েছে এমন খবর বাংলাদেশ বুলেটিন পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় নওগাঁ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াশীমুল বারীর নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে রির্পোট প্রাপ্তির স্বাপেে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপরে