প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৫:০৮

জনগনকে সচেতন করতে জয়পুরহাটে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় পুলিশ

জয়পুরহাট প্রতিনিধি
জনগনকে সচেতন করতে জয়পুরহাটে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় পুলিশ

জয়পুরহাটে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমন। এই সংক্রমন রোধে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে পুলিশ।

আজ সোমবার দুপুরে শহরের রাস্তায় রাস্তায় স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতনতামুলক মাইকিংসহ মাস্ক ছাড়া চলাফেরা করা মানুষের মাঝে মাস্ক বিতরণ করে জেলা পুলিশ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন ও সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন বলেন, করোনা ভাইরাস রোধে সবাইকে স্বাস্থ বিধি মেনে চলতে হবে। করোনা থেকে নিজেকে নিরাপদ রাখতে নিজের নিরাপত্তা নিজেই করতে হবে। বাড়ির বাহিরে বের হলে মাস্ক পড়ে বের হতে হবে এবং সবাইকে ঘন ঘন সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করতে হবে। এছাড়া যানবাহনে অযথা বেশি যাত্রী উঠানো যাবেনা।

উল্লেখ্য, জয়পুরহাটে এখন পর্যন্ত ২১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ১১৭ জন করোনা রোগী।

উপরে