প্রকাশিত : ৯ জুন, ২০২০ ১৫:৩৭

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ৬

হিলি (দিনাজপুর)
র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ৬

ধামরইহাটে মাদক বিরোধী অভিযানে মোটরসাইকেল ও ১১৬ বোতল ফেন্সিডিলসহ ছয়  জনকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫।

আটককৃত ফেন্সিডিল ব্যবসায়ীরা ছানোয়ার হোসেন (২৬), পিতা ইসাহাক মন্ডল, গ্রাম জোত গোবর্ধন বাদাল (দক্ষিণ পাড়া), থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ, বাদশা (২৫), পিতা-মৃত রশিদ গ্রাম লক্ষ্মীপুর (উত্তরপাড়া), থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ, নুর ইসলাম (২৭), পিতা-মোঃ ওবায়দুল হোসেন গ্রাম কোকিল (মণিপুর), মনছুর আলী (২৬), পিতা বাবুল হোসেন গ্রাম কোকিল (মণিপুর), রেশমা বেগম (২৫), স্বামী-নূর ইসলাম গ্রাম ডাঙ্গাপাড়া, জান্নাতুন (৫০), স্বামী ইসাহাক মন্ডল গ্রাম জোত গোবর্ধন বাদাল, সবাই নওগাঁর ধামইরহাট থানা এলাকার।

আজ মঙ্গলবার ভোর রাতে নওগাঁ জেলার ধামরইহাটের জোত গোবর্ধন বাদাল (দক্ষিণপাড়া) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫।

জয়পুরহাট র‌্যাব-৫ জানান, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে আজ ভোর রাতে নওগাঁর ধামরইহাটের জোত গোবর্ধন বাদাল  এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে মোটরসাইকেল ও ১১৬ বোতর ফেন্সিডিলসহ তাদের  আটক করে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে নওগাঁর ধামরইহাট থানা হস্তান্তর করা হবে।

উপরে