প্রকাশিত : ৯ জুন, ২০২০ ২০:৪৪

ক্লিকেই ভাগ্য নির্ধারণ: ভাগ্যবান ২ শ’ ৫৩ কৃষক

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
ক্লিকেই ভাগ্য নির্ধারণ: ভাগ্যবান ২ শ’ ৫৩ কৃষক

ক্লিকই ভাগ্য নির্ধারণ। নির্বাচিত ২ শ’ ৫৩ কৃষক। অনলাইন লটারির সুবিধা ভোগ করছে উপজেলাবাসী। নেই কোন ডাটা এন্ট্রির ঝামেলা। ক্লিকেই হচ্ছে উপকারভোগীর তালিকা। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সম্পূর্ন ডিজিটাল পদ্ধতিতে এ বছর অনলাইন লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করার এ প্রক্রিয়া নিয়েছে উপজেলা ধান সংগ্রহ কমিটি।

উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে বড়ভিটা ইউনিয়ন সঠিক পদ্ধতিতে কৃষকের তালিকা দেয়ায় আনুষ্ঠানিকভাবে এ ইউনিয়নের ২ হাজার ৪ শ’ ৫৭ কৃষকদের মধ্যে ২ শ’ ৫৩ ভাগ্যবান কৃষক অনলাইন লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়নের ৩ টি ব্লকের ৩ ধাপে অনলাইন লটারী করা হয়। প্রথম ব্লকের লটারীর জন্য মাউসে ক্লিক করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ফজলার রহমান। ভাগ্যবান ৯২ জনের নাম উঠে।  দ্বিতীয় ব্লকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু মাউসে ক্লিক করে নির্বাচিত করেন ভাগ্যবান ৯২ কৃষক। তৃতীয় ব্লকে প্রেসক্লাবের আহ্বায়ক আবু হাসান শেখ মাউসে ক্লিক করলে ভাগ্যবান ৬৯ জনের নাম উঠে আসে স্ক্রিনে। এভাবে নির্বাচিত করা হয় ২ শ’ ৫৩ ভাগ্যবান কৃষককে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তুষার কান্তি রায়, সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ ইবনে মিজান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান- সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কৃষক নির্বাচনের উদ্যোগ নিয়েছি। অন্যান্য ইউনিয়নের তালিকা আসা মাত্রই লটারি করে কৃষক নির্বাচন করা হবে।

উপরে