প্রকাশিত : ৯ জুন, ২০২০ ২০:৫৮

মনপুরায় করোনা পজেটিভ এক রোগী ভয়ে ঢাকা পলায়ন, অবশেষে যাত্রীবাহি লঞ্চ থেকে উদ্ধার

ভোলা প্রতিনিধি
মনপুরায় করোনা পজেটিভ এক রোগী ভয়ে ঢাকা পলায়ন, অবশেষে যাত্রীবাহি লঞ্চ থেকে উদ্ধার

ভোলার মনপুরায় ঢাকা ফেরত এক উবার চালকের করোনা পজেটিভ হওয়ায় ভয়ে চরফ্যাসন হয়ে কর্ণফুলী লঞ্চযোগে ঢাকা পালিয়ে যায়। অবশেষে মঙ্গলবার দুপুর ২টায় উবার চালক করোনা রোগী একই লঞ্চযোগে চরফ্যাসন হয়ে মনপুরার জনতাগামী লঞ্চে ফেরত আসলে উদ্ধার করে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।এদিকে প্রশাসনের পক্ষ থেকে জনতাগামী লঞ্চে আসা প্রায় ২শত যাত্রীকে সাবান দিয়ে হাত ধুয়ে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, ওই রোগী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা, ঢাকায় উবার চালায়। তিনি গত ৩০ মে মনপুরায় আসে। ওই দিন স্বাস্থ্যকর্মীরা ওই রোগীর নমুনা সংগ্রহ করে। পরে ৮ জুন সকালে ওই রোগীর নমুনার ফলাফল করোনা পজিটিভ আসে।

খবর পেয়ে ওই উবার চালক চরফ্যাসন হয়ে কর্ণফুলী লঞ্চযোগে ঢাকা পালিয়ে যায়। পরে মঙ্গলবার ঢাকা থেকে একই লঞ্চে চরফ্যাসন হয়ে জনতাগামী লঞ্চ করে মনপুরায় আসে। পরে জনতাগামী লঞ্চ থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হয়।
মনপুরা স্বাস্থ্য কমপ্লেকসে এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, গত ৩০ জুন ঢাকা থেকে উবার চালক মনপুরায় আসলে নমুনা সংগ্রহ করা হয়। পরে ৮ জুন ওই উবার চালকের নমুনার ফলাফল করোনা পজেটিভ আসে। পরে ফোনে যোগাযোগ করলে নিশ্চিত হওয়া যায় তিনি ঢাকা চলে যাচ্ছে। পরে বিষয়টি আইডিসিআরকে অবহিত করা হয়।পরে ওই রোগী ৯ জুন মঙ্গলবার দুপুর ঢাকা থেকে লঞ্চযোগে চরফ্যাসন হয়ে ফের জনতাগামী লঞ্চযোগে মনপুরা আসলে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় ওই রোগীকে উদ্ধার করে হাসপাতালের আইসোলেশেন ওয়ার্ডে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ঢাকা ফেরত উবার চালক নিয়ে মনপুরায় ৮ জন করোনা পজেটিভ। এদের মধ্যে ৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এখনও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে সবাই ঢাকা ফেরত।

উপরে