প্রকাশিত : ৯ জুন, ২০২০ ২১:১২

বগুড়ায় চাল বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার,গ্রেফতার ১

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
বগুড়ায় চাল বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার,গ্রেফতার ১

বগুড়ায় সদর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে সোমবার রাতে শহরের মাটিডালি রংপুর-ঢাকা মহাসড়কে ঢাকাগামী চাল বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ট্রাকের ড্রাইভার হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার সুজালপুর বসুন্ধারা এলাকার মৃত: আব্দুল গফুরের ছেলে আজির হোসাইন (৩০)। এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে মোকামতলা হয়ে একটি চাল বোঝাই ট্রাক বগুড়া হয়ে ঢাকার দিকে যাচ্ছে যাতে ফেন্সিডিল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক সদর ওসি এস.এম বদিউজ্জামানের নির্দেশনায় সদর থানার এস.আই খোরশেদ আলম রবির নেতৃত্বে পুলিশের একটি ফোর্স মাটিডালি রাজা সিএনজি পাম্পের সামনে অবস্থান নিয়ে সেই ট্রাকটিকে থামান এবং সাক্ষীগণের উপস্থিতিতে তল্লাশিকালে ড্রাইভারের বামপার্শে থাকা একটি চেইনযুক্ত ব্যাগ হতে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। সেই সাথে ড্রাইভার আজিরকে গ্রেফতার করে তার ট্রাক জব্দ করে ফেলে সদর থানা পুলিমের সেই টিম। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে করোনা দুর্যোগের সুযোগ নিয়ে ছোট-বড় কোন মাদক ব্যবসায়ী যেন মাথা চারা না দিতে পারে সেই বিষয়ে তারা যথেষ্ট সজাগ রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

উপরে