প্রকাশিত : ১০ জুন, ২০২০ ১৫:৩২

জয়পুরহাটে অদ্ভুত বাছুরের জন্ম

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে অদ্ভুত বাছুরের জন্ম

জয়পুরহাটে অদ্ভুত প্রকৃতির এক বাছুর জন্ম দিয়েছে একটি গরু। যার আকৃতি সাধারণ বাছুরের চেয়ে অন্যরকম। মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চক উজাল গ্রামের কৃষক আমির হোসেনের একটি গরু এই বাছুরের জন্ম দেয়।

এই খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করে সেই বাছুরটিকে দেখতে।

চকবরতক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী জানান, চকবরকত ইউনিয়নের চক উজাল গ্রামের কৃষক আমির হোসেন বিদেশি জাতের এই গাভীটি পালন করছিলেন । এবারই প্রথম গাভীটি বাচ্চা দেয়। জন্মের পরই বাচ্চাটির অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক গরুর বাছুরের চেয়ে ভিন্ন রূপে দেখা যায়। বাছুরটির আকৃতি অদ্ভুদ কোন এক প্রাণির মত।

তিনি আরও জানান, বাছুরটির কোন নাঁক নেই। যেখানে মুখ থাকার কথা তার উপরে রয়েছে মুখ ও জিহ্বা স্বাভাবিকের চেয়ে বড়। কপালের উপরে রয়েছে ২ চোখ। এছাড়াও কপালের উপরের এক পাশ দিয়ে হাতির সুরের মতো ছোট একটি আকৃতি দেখা গেছে বলে জানান চেয়ারম্যান।

উপরে