প্রকাশিত : ১০ জুন, ২০২০ ২১:০৪

আত্রাইয়ে ট্রেন-ট্রলির ধাক্কা: পঞ্চগড় লালমনিহাট রুটে চলাচল বন্ধ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আত্রাইয়ে ট্রেন-ট্রলির ধাক্কা: পঞ্চগড় লালমনিহাট রুটে চলাচল বন্ধ

নওগাঁ আত্রাইয়ে আহসানগঞ্জ ট্রেশনে ঢাকাগামী পঞ্চগড় ট্রেনটি বালুবাহী ট্রলির সাথে ধাক্কা লেগে। ফলে ঢাকার সাথে পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশ্যে আহসানগঞ্জ স্টেশনে অতিক্রম করার সময় স্টেশনে ট্রেনটি বালুবাহী ট্রলি সাথে ধাক্কা লাগে। এসময় ট্রলিটি দুমড়ে মুচড়ে যায়। ট্রেনের ভ্যাকম পাইপ ফেটে গেল ট্রেনটি দাঁড়িয়ে যায়। এতে উত্তরঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে কেউ হতাহত হয়নি।

আহসানগঞ্জ স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম বলেন, স্টেশনে মেরামতের কাজ চলছে। একটি ট্রলির বালু আনলোড করছিল। এসময় পঞ্চগড় আন্তঃনগর ট্রেনটি অতিক্রম করার সময় ধাক্কা লাগে। বিষয় উর্ধতন কর্মকর্তাকে জানা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পত্র ঈশ্বরদী থেকে নতুন একটা ইঞ্জিন আনা হচ্ছে। আনুমানিক রাত ৮ থেকে ৯ টার মধ্য এসব রুটে ট্রেন চলাচল সাভাবিক হবে। তবে এঘটনায় যাত্রীদের কনো ক্ষতি হয়নি।

উপরে