প্রকাশিত : ১২ জুন, ২০২০ ১৪:৩০

কুড়িগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে দুই জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
কুড়িগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে দুই জনের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বাড়িতে কাজ করার সময় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের গর্তে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন স্থানীয় যুবক সুজন ও বালাটারী গ্রামের রাজমিস্ত্রি আল আমিন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের গঙ্গারহাট এলাকার প্রভাষক আব্দুল আউয়ালের বাড়িতে আধাপাকা ঘরের কাজ চলছিল।

ঘরের ভেতর নির্মাণাধীন সেপটিক ট্যাংকের অন্তত ২০ ফিট গর্ত খুড়ে সেটি ঢেকে রাখছিল কাঠ ও বস্তা দিয়ে।

শুক্রবার রাজমিস্ত্রিরা কাজ করার সময় অসাবধানতাবশত সেপটিক ট্যাংকের গর্তে পড়ে যায় রাজমিস্ত্রী আল আমিন। অন্যান্য রাজমিস্ত্রিরা চিৎকার দিলে স্থানীয় যুবক সুজন তাকে উদ্ধারে গর্তে নেমে পড়ে দুজনই অসুস্থ হয়ে পড়ে।

পরে নাগেশ্বরী থেকে ফায়ার সার্ভিসের দল গিয়ে প্রায় আধা ঘণ্টা অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল আমিন অনন্তপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এবং সুজন গঙ্গারহাট এলাকার সাহেব আলীর ছেলে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইমন মিয়া জানান, খবর পেয়ে প্রায় আধা ঘণ্টার অভিযানে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান জানান, দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাদের পরিবারের লোকজন আসলে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপরে