প্রকাশিত : ১২ জুন, ২০২০ ২০:১৩

সাপাহারে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন

নওগাঁ জেলার সাপাহার থানায় আম বাজার মনিটরিং এবং আম ব্যবসাকে আরো গতিশীল করতে ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তায় পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সাপাহার থানা পুলিশের আয়োজনে সদরের পুরাতন বাসটার্মিনাল সংলগ্ন পুলিশ কন্ট্রোল রুমের শুভ উদ্ধোধন ঘোষনা করেন প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম,পুলিশ সুপার নওগাঁ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার,থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাই নিউটন,আম সমিতির সভাপতি কার্তিক সাহা প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন আম সমিতির সকল সদস্য,ব্যবসায়ীগণ ও গণমাধ্যমকর্মীগণ। পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানান, বাংলাদেশের সর্বোচ্চ  আম উৎপাদনকারী নওগাঁ জেলার সাপাহার উপজেলা, এখানকার আম দেশের বিভিন্ন জেলা-উপজেলার পাশা-পাশি, দেশের বাহিরেও রপ্তানী হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ব্যবসায়ীরা এসেছেন এখানে, তাই  ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে সাপাহার বিশেষ গুরুত্ব বহন করে। এজন্য এই এলাকার ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা ও বাজার তদারকি করার লক্ষ্যেই এই সাব- কন্ট্রোল রুমটি স্থাপন করা হয়েছে।

উপরে