প্রকাশিত : ১৬ জুন, ২০২০ ১৬:০৩

সাপাহারে ভিডিও কনফারেন্সে খাদ্যমন্ত্রী’র স্বেচ্ছাধীন তহবিল হতে নগত অর্থ বিতরণ

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে ভিডিও কনফারেন্সে খাদ্যমন্ত্রী’র স্বেচ্ছাধীন তহবিল হতে নগত অর্থ বিতরণ

নওগাাঁর সাপাহারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রালয়ের মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ৬১জন অস্বচ্ছল ব্যাক্তিদের মাঝে নগত ১লক্ষ্য ৬২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার কল্যাল চৌধুরী’র সভাপতিত্বে মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ভিডিও কনফারেন্স এ যুক্ত ছিলেন।

এসময় মন্ত্রী উপস্থিত সকলকে (কোভিড-১৯) করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন এবং ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নগত অর্থ বিতরণের শুভ উদ্ধোধন ঘোষনা করেন।

উপজেলার ৬ ইউনিয়নের ৪৪ জনকে ২৫শ,১৬ জনকে ৩ হাজার ও ১জনকে ৪ হাজার করে মোট ৬১ জনের মাঝে নগত ১ লক্ষ্য ৬২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,কৃষি কর্মকর্তা মজিবুর রহমান,থানার  অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাই,সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমূখ।

উপরে