প্রকাশিত : ১৬ জুন, ২০২০ ২০:৩৬

বগুড়ার শেরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ২৯জনকে জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ২৯জনকে জরিমানা

মহামারী করোনাকালে স্বাস্থ্যবিধি না মানায় বগুড়ার শেরপুরে ২৯জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার (১৬জুন) দিনভর পৌরশহরের স্থানীয় বাসষ্ট্যান্ড, ধুনটমোড় ও শহরতলীর রণবীরবালা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জামশেদ আলাম রানা। এসময় মাস্ক না পরায় এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় ২৯জনের নিকট থেকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলাম রানা বলেন, প্রাণঘাতীঅ করোনার হাত থেকে বাঁচতে শারীরিক দূরত্ব রা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। কিন্তু অনেক েেত্রই সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে এ ব্যাপারে উদাসীনতা ল্য করা যাচ্ছে। তাই এভাবে চলতে দেয়া যায় না। করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও দাবি করেন তিনি।

উপরে