প্রকাশিত : ১৮ জুন, ২০২০ ১৫:৫৩

গাবতলীর ২টি বিদ্যালয় হতে শহীদ জিয়ার নাম বাদ দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

অনলাইন ডেস্ক
গাবতলীর ২টি বিদ্যালয় হতে শহীদ জিয়ার নাম বাদ দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

বগুড়ার গাবতলীর সুখানপুকুর শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় এবং গাবতলী সদরে শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাবতলী পূর্বপাড়া উচ্চ বিদ্যালয় নামকরণ করায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, গাবতলীর ২টি বিদ্যালয় হতে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাদ দিলেও বাংলাদেশের মানুষের হৃদয় থেকে তার নাম মুছে ফেলা যাবে না। তিনি অভিলম্বে গাবতলীর ২টি বিদ্যালয়ের নামকারণ সুখানপুকুর শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় ও গাবতলী সদরে শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় অর্ন্তভূক্ত করার জোর দাবী জানান।

 

উপরে