প্রকাশিত : ১৯ জুন, ২০২০ ২০:৪৩

শেরপুরে আদিবাসী নারীর জমিতে জোরপূর্বক ঘর-বাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগ

প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে আদিবাসী নারীর জমিতে জোরপূর্বক ঘর-বাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগ

বগুড়ার শেরপুরে আদিবাসী সম্প্রদায়ের এক নারীর দখলীয় জমিতে জোরপূর্বক ঘর-বাড়ি নির্মাণের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এমনকি জবরদখলকারীর ভাড়াটে সন্ত্রাসীদের নানা হুমকি-ধামকি অব্যাহত থাকায় চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন তিনি।আজ শুক্রবার (১৯জুন) বিকেলে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ শেরপুর প্রেসকাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাতীগাড়া এলাকাস্থ আদিবাসী পল্লীর বাসিন্দা শ্রীমতি জীরণ বালা এসব অভিযোগ করেন। লিখিত বক্তৃতায় ভুক্তভোগী ওই নারী বলেন, হাতীগাড়া মৌজায় চার একর উনিশ শতক জমির মধ্যে ওয়ারিশ সূত্রে সাতাশ শতক জমি পান। আর ষাট শতক জমি দুইটি কবলা দলিলমূলে ক্রয় করেন। পরবর্তীতে তার অংশের জমি নিজ নামে নামজারীসহ কাগজপত্রের জন্য আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। কিন্তু এরইমধ্যে তার কেনা ও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির ওপর ভূমিদস্যুর লোলুপ দৃষ্টি পড়েছে। আর এই কারণে তার নিজ দখলীয় জায়গা-জমি জোরপূর্বক দখলের ষড়যন্ত্রে মেতে উঠেছেন। এমনকি ষোল খতিয়ানভুক্ত সাবেক ১৭৫ দাগের জমি জোরপূবর্ক দখল ও ঘর-বাড়ি নির্মাণের চেষ্টা চালায়। এক্ষেত্রে ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করা হয়। তবে আইনশৃঙখলা বাহিনীর হস্তক্ষেপ ও তাদের বাধার কারণে ভূমিদস্যুরা পিছু হটতে বাধ্য হন। এরপরও থেমে যায়নি চক্রটি। আদিবাসী নারী জীরণ বালা অভিযোগ করে আরও বলেন, জমি দখলে নিতে এবং তাদের উচ্ছেদ করতে নানামুখি ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় এলাকার চিহিৃত ভাড়াটে সন্ত্রাসীরা তাদের প্রাণনাশসহ নানা হুমকি-ধামকি দেয়া অব্যাহত রেখেছেন। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে জায়গা-জমি রক্ষাসহ জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

উপরে