প্রকাশিত : ২২ জুন, ২০২০ ১৭:৪২

সংবাদ প্রকাশের পর হিলি সড়কের সংস্কার শুরু

হিলি (দিনাজপুর)
সংবাদ প্রকাশের পর হিলি সড়কের সংস্কার শুরু

”খানাখন্দে ভরা হিলি স্থলবন্দরের প্রধান সড়ক” শিরোনামে বিভিন্ন অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রধান সড়কের খানাখন্দগুলো ভরাট এবং সংস্কারের কাজ শুরু করেছে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ।

রোববার সকালে কয়েকটি অনলাইন পত্রিকায় হিলির ব্যস্ততম প্রধান সড়কটির দুর্দশা তুলে ধরা হয়। সংবাদটি সড়ক জনপদ বিভাগ, স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন এবং হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্তের দৃষ্টিতে পড়ে। তৎক্ষণিক বন্দরের প্রধান সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহন করেন তারা।

এবিষয়ে হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, প্রকাশিত সংবাদটি পড়ার পর আমি দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগকে অবগত করি। কর্তৃপক্ষ দ্রুত যানচলাচলের জন্য রাস্তাটি সংস্কারে কাজ শুরু করে।

তিনি আরও জানান, অল্প দিনের মধ্যে জয়পুরহাট থেকে হিলি সিপি পর্যন্ত সড়কের কাজ শুরু হবে

উপরে