প্রকাশিত : ২২ জুন, ২০২০ ১৭:৫০

কাহালুতে হতদ্ররিদের মাঝে জব্দকৃত চালসহ জেলা পুলিশের উদ্যোগে তেল, ডাল ও আলু বিতরণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে হতদ্ররিদের মাঝে জব্দকৃত চালসহ জেলা পুলিশের উদ্যোগে তেল, ডাল ও আলু বিতরণ
বগুড়ার কাহালুর বীরকেদার কাজীপাড়ায় কালোবাজারে বিক্রির জন্য খাদ্য বন্ধন কর্মসূচীর কাহালু থানা পুলিশ কর্তৃক জব্দকৃত ২০৫০ কেজি চাল বিজ্ঞ আদালতের আদেশে সোমবার কাহালু থানা চত্বরে পৌরসভা সহ উপজেলার ৯টি ইউনিয়নের ২শত ৫ জন হতদ্ররিদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল এবং  বগুড়া জেলা পুলিশের উদ্যোগে আরও ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি মসুরের ডাল ও ১ কেজি করে আলু বিতরণ করা হয়।
 
উক্ত চাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা পুলিশ সুপারের প্রতিনিধি সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম-সার্কেল) আহমেদ রাজিউর রহমান ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।
 
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, এস আই আশিকুর রহমান (আশিক), মহিউদ্দিন, গাউসুল আজম মো.ইফতেখায়ের ইসলাম, শামীম হোসেন,খয়ের উদ্দিন, মানিক মিয়া, হাফিজুর রহমান, খোকন ভৌমিক, গুলবাহার, এ এস আই ওবায়দুল ইসলাম, জাহিদুল ইসলাম, মিলন হোসেন, আলমগীর হোসেন, জহুরুল ইসলাম, মমতাজ আলী সহ কাহালু থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
 
উল্লেখ্য যে, গত ২৪মে ভোর সাড়ে ৪টায় বগুড়ার কাহালুর বীরকেদার কাজীপাড়ায় কালোবাজারে বিক্রির জন্য খাদ্য বন্ধন কর্মসূচীর ডিলারের ঘরের সামনে ট্রাকে লোড দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা পুলিশ ৪১ বস্তা চাল জব্দ করেন।
উপরে