প্রকাশিত : ২৩ জুন, ২০২০ ২০:৪৫

সাপাহার ক্যাডেট একাডেমিতে মাউন কাবের গাছ রোপণ

সাপাহার (নওগঁ) প্রতিনিধি
সাপাহার ক্যাডেট একাডেমিতে মাউন কাবের গাছ রোপণ

দেশের বায়ু দেশের মাটি,গাছ লাগায়ে করবো খাঁটি এই স্লোগানকে সামনে রেখে, নওগাঁর সাপাহারে ক্যাডেট একাডেমিতে বৃ রোপণ কর্মসূচীর মাধ্যমে সামাজিক সংগঠন মাউন কাব যাত্রা শুরু করেছে।মঙ্গলবার সকাল ১০টায় সাপাহার ক্যাডেট একাডেমির বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জাতের ফুলের গাছ, ফলজ, ঔষধি গাছ লাগিয়ে তাদের যাত্রা শুরু করে। বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মাউন কাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,সাপাহার ক্যাডেট একাডেমি'র পরিচালক  ও প্রধান শিক্ষক সাংবাদিক গোলাপ খন্দকার, দপ্তর ও গণযোগাযোগ সম্পাদক আরিফুজ্জামান , অর্থ সম্পাদক মোশাররফ হোসেন প্রমূখ।

তবে প্রথম ধাপে এই সংগঠনটি উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ গুলোতে বৃক্ষ রোপণ কর্মসূচীর মাধ্যমে পথ চলা শুরু করেছে। পর্যায়ক্রমে সমাজের উন্নয়নে সামাজিক কাজ গুলো করে উপজেলাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মাউন ক্লাব কর্তৃপক্ষ ।

উপরে