প্রকাশিত : ২৩ জুন, ২০২০ ২০:৪৮

করোনায় প্রণোদনা পেলেন ২৮৮ জন কৃষক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
করোনায় প্রণোদনা পেলেন ২৮৮ জন কৃষক

বগুড়ার শাজাহানপুরে করোনাকালীন দূর্যোগ সময়ে প্রধানমন্ত্রির ত্রাণ তহবিল থেকে ২৮৮ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা দেয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রতিজন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির ১২ প্যাকেট সবজি বীজ, সাইনবোর্ড এবং সার, ফসল রক্ষায় বেড়া ও পরিচর্যা বাবদ ১ হাজার ৯ শত ৩৫ টাকার একাউন্ট পে চেক বিতরন করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু প্রধান অতিথি হিসেবে প্রণোদনা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন, ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।কৃষি কর্মকর্তা নূরে আলম জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩২ জন করে মোট ৯টি ইউনিয়নের ২৮৮ জন কৃষক এই প্রণোদনা পাবেন। সুবিধাভোগী কৃষকেরা এই প্রণোদনা সঠিক ভাবে কাজে লাগিয়েছেন কিনা তা সার্বক্ষনিক তদারকি করা হবে।

উপরে