প্রকাশিত : ২৫ জুন, ২০২০ ১৪:১৮

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন ডেস্ক
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসের নগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিজানুর রহমান (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে  গুলিবিদ্ধ ওই যুবককে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিজান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী গ্রামের ভুট্ট মিয়ার ছেলে বলে জানা গেছে ।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, কয়েকজন যুবকসহ ক্রয় করা গরু আনতে জগৎবেড় ইউনিয়নের শমশেরনগর ভ্যারভেরিরহাট সীমান্তে ৮৬২ নম্বর মেইন পিলার দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মিজান।

বৃহস্পতিবার গরু নিয়ে বাংলাদেশে আসার সময় ১৪০ বিএসএফ রাণীনগর কাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়। পরে তার  সঙ্গীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে  নিলে সেখানে তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মিজানের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হক জানান, বাংলাদেশি যুবক মিজান  অবৈধপথে গরু আনতে গেলে বিএসএফ তাকে গুলি করে।

উপরে