প্রকাশিত : ২৫ জুন, ২০২০ ১৬:৪১

নন্দীগ্রামে রাস্তা নির্মান কাজে বাঁধা থানায় অভিযোগ

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
নন্দীগ্রামে রাস্তা নির্মান কাজে বাঁধা থানায় অভিযোগ

বগুড়া নন্দীগ্রামে রাস্তা নির্মান কাজের বাঁধা সৃষ্টি করা হয়েছে, যার কারনে গ্রাম বাসি নিরশনের জন্যে থানায় অভিযোগ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে। 

অভিযোগে প্রকাশ, উপজেলার ২নং ইউনিয়নের দিঘীর পাড় গ্রামের উত্তর পাড়ার আজাহার আলীর বাড়ী হইতে আসাদুলের বাড়ী প্রর্যন্ত ১৮৮ ফিট রাস্তা জনগনের চলাচলের সুভিদার জন্য অত্র উইনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী বারেক, ইট সেলিং করার জন্য টেন্ডার আহ্বান করেন,এবং গত ২১ শে জুন রাস্তার ইট বিছানো কাজ শুরু করতে গেলে অত্র গ্রামের নুরুল ইসলাম,আবুল কালাম,আয়ুব আলী আব্দুল মজিদ বাঁধা প্রদান করেন, এবং নানা ধরনের হুমকি ধামকি প্রদান করে  বলেন, কোন ভাবেই রাস্তা করতে দেওয়া হবে না। এবং রাস্তাটিতে ইট বিছাতে দেওয়া হবে না।এই রাস্তাটি না  হলে গ্রাম বাসীর চরম দূর্ভোগ পোহাতে হবে, এ বিষয়ে অর্ধশত গ্রাম বাসি নন্দীগ্রাম থানায় অভিযোগ করেছেন । নন্দীগ্রাম থানার  ওসি শওকত কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।

 

উপরে