প্রকাশিত : ২৫ জুন, ২০২০ ১৬:৪৭

টিএমএসএস এর উদ্যোগে শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর

টিএমএসএস এর উদ্যোগে শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর

টিএমএসএস ফাউন্ডেশন অফিস বগুড়ায় গতকাল পিকেএসএফ’র সহায়তায় বুনিয়াদ কর্মসূচীর আওতায় শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

অতি দরিদ্র সদস্যদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২০ এর অংশ হিসাবে দেশব্যাপী ১৮২ জনকে টিএমএসএস’র আয়োজনে প্রতিজন শিক্ষার্থীকে ১২ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। বগুড়া জেলার ১৪ জন শিক্ষার্থী এই বৃত্তির সুবিধা পেয়েছে।

উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল জুম মিটিং-এ অংশ নিয়ে বক্তব্য রাখেন পিকেএসএফ’র ডেপুটি ম্যানেজার মোঃ ফজলে হোসেন, ম্যানেজার অপারেশন মোঃ আজমল হক খান, টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। টিএমএসএস’র পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টিএমএসএস’র উপদেষ্টা স্থপতি এম. এইচ. এম. শাহজাহান তরু, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক আব্দুল কাদের, ডা. মতিউর রহমান, চীফ অব প্রোগ্রাম সেক্টর জাকির হোসেন, চীফ অব ট্রেড বিজনেস সেক্টর জাহেদুর রহমান, চীফ অব হেম সেক্টর সোহরাব আলী খান, পরিচালক ফয়জুন নাহার, নিগার সুলতানা, আবুল বাসার ভূইয়া, মোহাম্মদ আলী (মিঠু) প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া খাতুন ও সৌরভ আলী।

পিকেএসএফ’র ডেপুটি ম্যানেজার ফজলে হোসেন তার বক্তব্যে বলেন, কেউ যেন শিক্ষার মাঝপথে এসে ঝরে না যায় সে জন্যই সরকারের উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। মেধাবী এই শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষে দেশের কল্যাণে একদিন অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, টিএমএসএস দেশে শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি টিএমএসএস নিজস্ব উদ্যোগে প্রায় ৩০ কোটি টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছে। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস যুগ্ম-পরিচালক মুহাম্মদ মমিনুল ইসলাম

উপরে