প্রকাশিত : ২৬ জুন, ২০২০ ১৫:৫১

তিস্তার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপরে

অনলাইন ডেস্ক
তিস্তার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপরে

ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ও ভারী বষর্ণের কারণে লালমনিরহাটে তিস্তা, সানিয়াজান ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

জেলার হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় তিস্তা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিচু এলাকাগুলোতে পানি ঢুকে পড়েছে।

তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পানির চাপে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার সকাল ৯ টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এতে জেলার ৫ উপজেলার তিস্তা তীরবর্তী বেশ কিছু বসত বাড়ির লোকজন পানি বন্দি হয়ে পড়েছে।

তিস্তা তীরবর্তী এলাকার জনপ্রতিনিধিরা জানান, তিস্তা নদীর পানি লোকালেয় ঢুকছে। এতে বেশ কিছু পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারাজ ডালিয়া শাখার নিবার্হী প্রকৌশলী রবিউল ইসলামের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিস্তা নদী পানি বৃদ্ধি নিয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তিস্তা নদীর পানি বৃদ্ধি পরিস্থিতির খোঁজ খবর নেয়া হচ্ছে। আমরা যে কোনে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছি।

উপরে